অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, চক্রের সক্রিয় ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৫, ২১:৫৬
অ- অ+

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী প্রতারণা চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার আসামিরা হলেন, মো. সামিউল ইসলাম ও মো. রুবেল আহম্মেদ শেখ (২৮)।

বৃহস্পতিবার মোহাম্মদপুর থানাধীন বছিলা গার্ডেন সিটি, নর্থ সাউথ রোড ও নড়াইল জেলার কালিয়া থানাধীন রঘুনাথপুর বাজার এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার এটিইউএর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং- এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খুলনা জেলার ফুলতলা থানা এলাকার বাসিন্দা ভিকটিম মো. ফরিদ আহম্মেদ অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করার জন্য প্রতারক চক্রের নিকট টাকা পাঠান। কিন্তু পণ্যের মূল্য বাবদ টাকা পরিশোধ করার পরও পণ্য না দিয়ে প্রতারক চক্রটি ভিকটিমের টাকা আত্মসাৎ করে। পণ্য পাওয়ার আশায় মো. ফরিদ আহম্মেদ (৪৪) দীর্ঘদিন যাবৎ প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের দেওয়া নম্বরগুলো বন্ধ পান। সংঘবদ্ধ প্রতারণা চক্র কর্তৃক সংঘটিত অপরাধের শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি এটিইউয়ে অভিযোগ করেন এবং খুলনা জেলার ফুলতলা থানায় মামলা করেন।

এ মামলায় গতকাল আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিন: যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্ব পরিচালনার দাবি
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা