শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৫, ১৬:০৪
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার করছ‌ে যৌথ বাহিনী।

শনিবার সকাল ৯টা দ‌িক‌ে এ অভিযানে শ্রীপুরে তেলিহাটি মুরগি বাজার এলাকায় বনের জায়গার ওপর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

আনসার, পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী, বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, বন বিভাগের জমির উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণকারী প্রায় ৩৫ পরিবারকে নোটিশ দেওয়া হয়েছিল। তাদেরকে জানিয়েই অভিযান চালানো হয়। অভিযানের আগেই অনেকে মালামাল সরিয়ে নিয়েছে।

বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুখলেছুর রহমান বলেন, অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা