কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল ২ স্কুলছাত্রের

কুমিল্লার বরুড়া উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতিন সায়মন হোসেন (১৩)। তারা উভয়ে বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পয়ালগচ্ছ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বিপ্লব।
তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(ঢাকা টাইমস/২৮এপ্রিল/এসএ)

মন্তব্য করুন