প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ৬ কর্মকর্তার জন্য আইফোন ১৬ প্রো ম্যাক্স কেনা হয়েছে?

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ৬ কর্মকর্তার জন্য আইফোন ১৬ প্রো মাক্স মোবাইল কেনার জন্য অর্থ বিভাগকে অর্থ ছাড়ের নির্দেশনা সংক্রান্ত একটি পত্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ৭ এপ্রিল স্বাক্ষরিত ওই পত্রে লেখা রয়েছে- ‘নীতিমালা অনুযায়ী ৬ জন কর্মকর্তার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সেট এর প্রাধিকার। তাদের কাজের গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনুমোদন সাপেক্ষে ছয় জন কর্মকর্তা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সেট সরবরাহের আর্থিক অনুমোদন প্রদানের জন্য অনুরোধ করা হলো।’
যাদের জন্য কেনা হচ্ছে আইফোন ১৬ প্রো ম্যাক্স—
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব আশরোভা ইমদাদ, সুচিস্মিতা তিথি ও নাঈম আলী।
উল্লেখ্য, প্রেস উইংয়ের ৬ কর্মকর্তা আইফোন ১৬ প্রো ম্যাক্স মোবাইল পেয়েছেন কিনা ঢাকাটাইমস স্বতন্ত্র ভাবে যাচাই করতে পারেনি।
(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএম/এমআর)

মন্তব্য করুন