শাহ্জালাল ইসলামী ব্যাংকের সঙ্গে ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিসের মধ্যে সমঝোতা 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ মে ২০২৫, ১৮:২৪
অ- অ+

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের মধ্যে রবিবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হোসেন এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবুল হাসেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবুল হাসেমের সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।

উক্ত চুক্তির আওতায় ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড কর্তৃক নির্মিত ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস এর সম্মানিত ক্রেতাগণের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে সহজ শর্তে ও দ্রুততম সময়ের মধ্যে বিনিয়োগ সুবিধা অনুমোদন এবং বিনিয়োগ মুনাফার হারে বিশেষ ছাড় প্রদান করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম, করপোরেট প্রধান কার্যালয়ের রিটেইল ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রধান এস. এম. মহিউদ্দিন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুন্নবী এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার-অপারেশন সৈয়দ মোজহার-উজ-জামান-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজনের বিষপান
এনবিআর সংস্কার অধ্যাদেশ দুই মাসের জন্য স্থগিত, আন্দোলনও স্থগিতের ইঙ্গিত  
বনে বসবাসকারীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহার: উপদেষ্টা রিজওয়ানা হাসান
জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে পাবে: প্রত্যাশা তারেক রহমানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা