আবারও গোয়াফেস্ট-এ মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতলো এশিয়াটিক মাইন্ডশেয়ার

মিডিয়া ও অ্যাডভার্টাইজিংয়ের আন্তর্জাতিক পরিসরে আরো একবার দারুণ দৃষ্টান্ত রাখলো এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভার্টাইজিং ফেস্টিভ্যাল ‘গোয়াফেস্ট’-এর অ্যাবি অ্যাওয়ার্ডস-এ ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টেগ্রেটেড মিডিয়া, সাউথ এশিয়া (এক্সক্ল্যুডিং ইন্ডিয়া)’ ক্যাটেগোরিতে ১টি সিলভার এবং ১টি গোল্ড অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এশিয়াটিক মাইন্ডশেয়ার। সিলভার অ্যাওয়ার্ডটি এসেছে গ্রামীণফোন-এর জন্য করা ‘ইন্টারনেট-এর দুনিয়া সবার’ ক্যাম্পেইনটির সুবাদে। আর, গোল্ড অ্যাওয়ার্ডটি এসেছে গ্রামীণফোন-এর ‘বন্ধু বোঝে আমাকে’ ক্যাম্পেইনের জন্য।
ভারতীয় অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির অস্কার হিসেবে খ্যাত এই ‘মিডিয়া অ্যাবি’র এবারকার আসরে বাংলাদেশ থেকে শুধু এশিয়াটিক মাইন্ডশেয়ার-ই অর্জন করেছে এই অ্যাওয়ার্ড। অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (AAAI) এবং দি অ্যাডভার্টাইজিং ক্লাব (TAC)-এর যৌথ উৎসব এই গোয়াফেস্ট। এটি শুধু সৃজনশীলতা ও মিডিয়া পারফরম্যান্সের স্বীকৃতির জায়গা নয়, বরং দক্ষিণ এশিয়ার অ্যাডভার্টাইজিং ও কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মিলনমেলা।
(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

মন্তব্য করুন