পূর্বাচলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিতের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পূর্বাচলের সি ক্লাব রিসোর্টে ২৫ ও ২৬ মে দুই দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতৃবৃন্দ।
কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা, ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ নেতৃত্ব গঠন এবং বিভিন্ন ক্যাম্পাসে সংগঠনের বিস্তার সংক্রান্ত বিষয় নিয়ে গভীর আলোচনা হয়।
বক্তারা বলেন, বর্তমান দুঃশাসনের অবসান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কার সময়ের দাবি। ছাত্রদল সেই লক্ষ্যেই কাজ করছে, তরুণ নেতৃত্বকে গড়ে তুলছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালা ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারী ছাত্রনেতারাও কর্মসূচিকে শিক্ষণীয়, সাংগঠনিক এবং আদর্শিকভাবে সমৃদ্ধ একটি অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
(ঢাকা টাইমস/২৬মে/এলএম/এসএ)

মন্তব্য করুন