জামালপুরে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৫, ১৮:২২
অ- অ+

জামালপুরের মেলান্দহে আলাই নদে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার সাদিপাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী।

নিহত শিশুর নাম আফসানা (১০)। সে পচাবহলা জাফরশাহী এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে আফসানা সহপাঠীদের সাথে আলাই নদে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে অন্য শিশুরা নদ থেকে উঠে আসে। কিন্তু আফসানা পানিতে ডুবে যায়। স্থানীয়রা আফসানাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে আফসানাকে উদ্ধারে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আফসানাকে খুঁজে না পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে। বুধবার দুপুর ১টার দিকে মরদেহটি সাদিপাটি এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিখোঁজের ২ দিন পর শিশু আফসানার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে।

(ঢাকা টাইমস/১১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফের অনুসারীদের হামলায় আহত যুবদল নেতাকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা কায়কোবাদ
৫২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
ছাত্রদল নেতা গ্রেপ্তারে মায়ের মৃত্যু, নানান নাটকীয়তার পর প্যারোলে মুক্তি
দেশের জনগণ পিআর পদ্ধতি বোঝে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা