খুলনায় ট্রলার থেকে পড়ে শিশুর মৃত্যু

খুলনার রূপসায় ট্রলার থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে রূপসা নদী পার হওয়ার সময় ট্রলার মাঝিরা অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এক শিশু নদীতে পড়ে মারা গেছে।
পরবর্তীতে ট্রলারটি দ্রুত গতিতে পশ্চিম রুপসা খেয়াঘাট থেকে পূর্ব রূপসা খেয়াঘাটে ভিড়লে আরো এক যুবক নদীতে পড়ে যায় । তখন ওই ট্রলারের যাত্রী রায়হান অতিরিক্ত লোক বোঝাই করার প্রতিবাদ করলে ঘাট মাঝিরা একত্রিত হয়ে রায়হানকে মারপিট করে রক্তাক্ত জখম করে। উপস্থিত লোকজন তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেছে।
রুপসা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবুল খায়ের বলেন, অজ্ঞাতনামা ৪/৫ বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)

মন্তব্য করুন