১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১২:২০
অ- অ+

সঞ্চয়পত্র ও মেয়াদি আমানতে (এফডিআর) বিনিয়োগকারীদের জন্য বড় এক ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র বা এফডিআর ক্রয়ে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। তবে ১০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন বাধ্যতামূলক থাকবে।

সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করে। এর ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) জাতীয় সঞ্চয় অধিদপ্তর প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক লুবাবা সাদিয়া বলেন, ‘‘আগে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিলের প্রয়োজন ছিল না। এখন সেই সীমা বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে।’’

এদিকে বড় ঋণগ্রহীতাদের জন্য কড়াকড়ি আরোপ করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

মুনাফার হারেও পরিবর্তন

গত ১ জুলাই থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে থাকা পাঁচটি সঞ্চয় স্কিমের মুনাফার হার কমিয়ে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত।

এর আগে, চলতি বছরের ১ জানুয়ারি সর্বোচ্চ মুনাফার হার ছিল ১২.২৫ থেকে ১২.৫৫ শতাংশ। মুনাফার হার কমানো হয়েছে যেসব স্কিমে, সেগুলো হলো

পরিবার সঞ্চয়পত্র

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

পেনশনার সঞ্চয়পত্র

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব

তবে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।

বিনিয়োগকারীদের জন্য দুটি ধাপ

আগের মতোই সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের জন্য দুটি ধাপে ভাগ রাখা হয়েছে। প্রথম ধাপে থাকবেন ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা। দ্বিতীয় ধাপে থাকবেন এর উপরের বিনিয়োগকারীরা। এই ধাপভিত্তিক বিনিয়োগে মুনাফার হার ভিন্ন হতে পারে।

সরকারের এই সিদ্ধান্তে একদিকে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেলেও, অন্যদিকে মুনাফার হার কমায় কিছুটা হতাশাও রয়েছে সঞ্চয়কারীদের মধ্যে। বিশ্লেষকদের মতে, রিটার্ন জমা সংক্রান্ত ছাড় নাগরিকদের ব্যাংকিং ও আর্থিক সেবার প্রতি আগ্রহী করে তুলবে।

(ঢাকাটাইমস/২৪ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা