মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১২:৫২| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৩:৫৬
অ- অ+

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সহায়তায় এগিয়ে এলো চীন। ভারতের পর এবার সিঙ্গাপুর ও চীনের পক্ষ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পাঠানো হচ্ছে।

চীনের ঢাকাস্থ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় পৌঁছাবে। পাঁচ সদস্যের এই দলে থাকবেন বার্ন চিকিৎসা ও প্লাস্টিক সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক এবং সমন্বয়ের জন্য কয়েকজন নার্স।

চীনা দূতাবাস আরও জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধেই এই টিম পাঠানো হচ্ছে। দলটি ঢাকায় পৌঁছে সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধদের অবস্থা মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

এর আগে বৃহস্পতিবার সকালেই চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে এক জরুরি ভিডিও কনসালটেশন করেন। এতে দুই দেশের বার্ন, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি এবং শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা অংশ নেন। আলোচনা হয় দগ্ধদের জটিল অবস্থা এবং সম্ভাব্য চিকিৎসা কৌশল নিয়ে।

চীনের আগে বুধবার (২৩ জুলাই) ঢাকায় এসে পৌঁছায় তিন সদস্যের ভারতীয় মেডিকেল টিম। একইদিন সিঙ্গাপুর থেকেও তিন সদস্যবিশিষ্ট একটি দল ঢাকায় আসে। তার আগেই মঙ্গলবার (২২ জুলাই) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসে দগ্ধ রোগীদের সেবা দেওয়া শুরু করেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর আহতদের অনেকেই বার্ন ইনস্টিটিউটের কেয়ার ইউনিটে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে বিভিন্ন দেশের সাহায্য চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে চীন, ভারত ও সিঙ্গাপুর চিকিৎসক পাঠাচ্ছে।

দগ্ধদের জীবন রক্ষায় আন্তর্জাতিক এই সম্মিলিত প্রচেষ্টা জনমনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি উন্নয়নে সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ বহু শিক্ষার্থী নিহত ও দগ্ধ হয়।

(ঢাকাটাইমস/২৪ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ
ইউএন মানবাধিকার কমিশনের অফিস ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে: মঞ্জু
খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা