চলন্ত সিএনজিতে নারীর চিৎকার, অপহৃতাকে উদ্ধার সেনাদলের, আটক ২

টহলের সময় সড়কে একটি চলন্ত সিএনজি অটোরিকশা থেকে এক নারীর চিৎকার শুনে তা অনুসরণ করে দুই অপহরণকারীকে আটক করেছেন সেনাদলের সদস্যরা। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত নারীকে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায় এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটক দুই অপহরণকারী হলেন টেকনাফের মারিশবুনিয়া এলাকার শামসুল আলমের ছেলে ফিরোজ ও বোয়ালখালী এলাকার আকুবদন্ডী এলাকার মুহাম্মদ শরীফের ছেলে আহমদ খলিল।
সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই নারী কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। মাস শেষে বেতন নিয়ে বাসায় ফেরার সময় দুই অপহরণকারী তাকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাচ্ছিলেন।
আটক দুই অপহরণকারীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১আগস্ট/মোআ)

মন্তব্য করুন