ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, সাত মাসে আক্রান্ত ও মৃত্যুর অর্ধেকের বেশি জুলাইয়ে

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব হঠাৎ দ্রুত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সদ্য শেষ হওয়া জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এ নিয়ে চলতি বছরের সাত মাসে ডেঙ্গু রোগে মোট ৮৩ জন মারা গেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি মারা গেছেন এক জুলাই মাসে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৯৮০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৮৩ জনের। শুধু জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের।
এবার সবচেয়ে বেশি আক্রান্ত বরিশালে এবং মৃত্যু বেশি ঢাকা মহানগরীতে। বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৪২ জন ও মৃত্যু হয়েছে ১৬ জনের। আর ঢাকা মহানগরে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪০ জন, মৃত্যু হয়েছে ৪৬ জনের।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৬২ জন। এর মধ্যে ৯২১ জন ঢাকার বাইরে। ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪১ জন।
মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ১৬১ জন ও মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিনজনের, মার্চে আক্রান্ত ৩৩৬ জন, কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজনের, মে মাসে আক্রান্ত ১ হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজনের। জুন মাসে আক্রান্ত ৫ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩ সালে ডেঙ্গু রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় সেবার।
গত ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।
(ঢাকাটাইমস/১আগস্ট/মোআ)

মন্তব্য করুন