গণতন্ত্রহীন সুবিধাভোগীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ১৯:১৮
অ- অ+

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের ভোট ছাড়া কোনো সরকার গঠন করা হলে তা গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা। আজ যারা গণতন্ত্রহীন সুবিধাভোগী, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপি ক্ষমতার লোভে বা আপসে নয়, বরং জনগণের ম্যান্ডেট ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল।

শুক্রবার বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে উপজেলা কৃষক দলের অধীনস্থ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ও জনগণের রায় ছাড়া কোনো সরকারে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির রাজনৈতিক সততার প্রতিফলন। সুবিধাভোগী ও অনির্বাচিত সরকারে বসা বিএনপির নীতির পরিপন্থী। আমরা ‘সিলেকশন’-এর নয়, নির্বাচনভিত্তিক গণতন্ত্রে বিশ্বাসী। কারণ, সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি।

কৃষক ও গ্রামোন্নয়নে বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সবসময়ই গ্রাম ও কৃষকদের অগ্রাধিকার দিয়ে রাজনীতি করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় কৃষকের মুখে হাসি ফোটাতে নানা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল। বর্তমানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচিতে কৃষকদের জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ৩১ দফার ২৭ নম্বরে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণসহ কৃষকবান্ধব রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে। ২৩ নম্বর থেকে ৩১ নম্বর দফাগুলোতেও কৃষকদের কল্যাণে পরোক্ষভাবে নানা পরিকল্পনা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে গ্রামের উন্নয়ন ও কৃষকের স্বার্থ সংরক্ষণই হবে সরকারের অগ্রাধিকার।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “বিএনপি কখনোই জনগণের রায় ছাড়া ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমাদের রাজনীতি দেশের জন্য— দিল্লি বা পিন্ডির ইশারায় নয়।”

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান মুসা রাজার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি এনায়েত হোসেন রুহেল, সাদিকুর রহমান টিপু, সাহেদ আহদম মেম্বার, সহ সাধারণ সম্পাদক সাজু আহমেদ খান, সহ সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদ এবং প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ্। ৫ টি ইউনিয়নের কৃষকদলের আহ্বায়কবৃন্দ জিবুল আহমদ, গিয়াস উদ্দিন, মো. আজব আলী, শামিম আহমদ চৌধুরী ও মো. জিয়াউল হক জিয়া। সদস্য সচিববৃন্দ ইবাল হোসেন সেলিম, একরাম হোসেন, মো. তারেক আহমদ, শাহাজাহান আহমদ ও হোসেন আহমদ।

(ঢাকাটাইমস/১আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে আহত আরও ২ জন
সিরাজগঞ্জে অস্ত্রসহ দুজন আটক
কক্সবাজারের চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা
নড়াইলে যুবকের রহস্যজনক মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা