পিআর নয় প্রচলিত পদ্ধতিতেই জনগণ নির্বাচন চায়: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘‘আমরা সব সময় এক কথার মধ্যে রয়েছি। পিআর পদ্ধতি নয়, গতানুগতিক যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত আমরা সেটা চাই।’’
তিনি বলেন, ‘‘যে এলাকার নেতা, ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই স্বাভাবিক নিয়ম। এ সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে, তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র রয়েছে।’’
শুক্রবার টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা ক্ষমতায় যাব এ কথা বলি না, আমরা মানুষের ভোটের অধিকার ফেরত দিতে চাই। মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে। দেশের মানুষ হচ্ছে এই দেশের মালিক। জনগণই ঠিক করবে-কে এই দেশ পরিচালনা করবে।’’
টুকু বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে, গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচন বিলম্বিত হলে পার্শ্ববর্তী দেশ যাদেরকে আশ্রয় দিয়েছে, সে কুচক্রী মহল, ষড়যন্ত্রকারী, গণহত্যাকারী এবং লুটপাটকারীদেরকে সময় দেয়া। যাতে তারা বাংলাদেশে অস্থিতিশীল করতে পারে।
পতিত আওয়ামী স্বৈরাচারের আমলে সাংবাদিকরা সত্য বলতে পারেননি। মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তারা। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই- সত্য কথা বললে বিএনপির সময়ে আর এসব সহ্য করতে হবে না।
দ্যা ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মির্জা শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দ্যা প্রেসিডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর জুলফিকার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
(ঢাকাটাইমস/১আগস্ট/জেবি)

মন্তব্য করুন