সিলেট রেঞ্জের সব থানায় অনলাইন জিডি সেবা চালু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৫, ১৩:০১
অ- অ+

পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে সিলেট রেঞ্জের অন্তর্গত সব জেলার সব থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু করা হয়েছে।

রবিবার সকাল থেকে এই সেবা চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

এর আগে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত। তবে নতুন এই ব্যবস্থায় এখন সব ধরনের জিডি অনলাইনে করা যাবে।

জানা যায়, বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জের সব থানাতেও অনলাইন জিডি সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা চালু করা হবে।

সেবা নিতে আগ্রহীরা গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবেন। একবার রেজিস্ট্রেশন করলেই ভবিষ্যতে বারবার করতে হবে না। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো অসুবিধা হলে ২৪ ঘণ্টা খোলা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা