পিরোজপুরে শতবর্ষী বৃদ্ধসহ ২ জনের আত্মহত্যা 

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫১| আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪৪
অ- অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে শতবর্ষী বৃদ্ধসহ এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জানা যায়, উপজেলার খোলপটুয়া গ্রামের হিঙ্গুল আলী আকনের ছেলে সৈয়দ আলী আঁকন (১০৪) ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার রাতে বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনায় তার মেয়ে খাদিজা বেগম ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অপরদিকে উত্তর বালিপাড়া গ্রামের খলিল হাওলাদারের মেয়ে বালিপাড়া চান সিরাজিয়া মহিলা মাদরাসার দশম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার (১৬) গত ১৫ নভেম্বর চাল সংরক্ষণের জন্য ব্যবহার করা বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি স্বজনরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে লামিয়া মারা যায়। পরে স্বজনরা কৌশলে তার মৃতদেহ নিয়ে এলাকায় চলে আসে। বিষয়টি ইন্দুরকানী থানা পুলিশ জানতে পেরে রাতেই ওই ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নিহত লামিয়ার মামা সাইফুল ইসলাম (সাবু) জমাদ্দার জানান, লামিয়াকে তার পরিবার ৪ মাস আগে ফুফাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছিল। কিন্তু লামিয়ার অন্যত্র সম্পর্ক থাকায় সে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে।

ইন্দুরকানী থানার ওসি তদন্ত মো. হিলাল উদ্দিন জানান, এক মাদ্রাসা ছাত্রী ও শতবর্ষী এক বৃদ্ধের আত্মহত্যার খবর পেয়েছি। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চমক দিয়ে একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বীরগঞ্জ ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা