উপকূলে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

আব্দুল কাইয়ুম, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৪, ১৪:৫৬| আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৫:০২
অ- অ+

পটুয়াখালীর উপকূল কুয়াকাটায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ উদ্দীপনা। দীর্ঘ সময়ের পরিচর্যা অপেক্ষা শেষে পরিশ্রমের ফল দেখতে পাচ্ছেন স্থানীয় কৃষকরা। সোনালি ধানের হাত ধরে নতুন আশার আলো দেখছেন তারা।

কলাপাড়া উপজেলা তথা কুয়াকাটা প্রধানত উপকূলীয় এলাকা। লবণাক্ততা প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চল। কারণে কৃষিক্ষেত্র নানা ঝুঁকির মধ্যে থাকে। তবে এ বছর বিশেষ করে বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এবং কৃষি উপকরণ সহজেই সরবরাহ থাকায় আমন ধানের ফলন আশানুরূপ হয়েছে বলে জানান কৃষকরা।

অধিক ফলনের আশায় কৃষকরা এবার স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ধান চাষ করেন। এর মধ্যে গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা, ব্রি-ধান-৪৯, ব্রি-ধান-৫১, ব্রি-ধান-৭৫, ব্রি-ধান-৮৭, ব্রি-ধান-৯৫, ব্রি-ধান-১০৩ সহ বিভিন্ন জাতের ধান চাষ করা হয়। কৃষকরা এসব ধান কাটতে এখন ব্যস্ত সময় পার করছেন।

কলাপাড়া উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ৭০০ হেক্টর। ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী কিছু প্রয়োজনে ২০২৩-২৪ কর্মসূচির আওতায় উপকূলের হাজার ৮৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি কেজি ধানবীজ ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।

কৃষক ছিদ্দিক হাওলাদার বলেন, এবার যে পরিমাণ ফলন হয়েছে, তা গত কয়েক বছরের চেয়ে অনেক বেশি। এই বাম্পার ফলন আমাদের জীবনমানের উন্নতি ঘটাবে এবং পরবর্তী মৌসুমে আরো বেশি আত্মবিশ্বাস নিয়ে চাষাবাদ করতে পারব।’

এবারের বাম্পার ফলন দেখে ‍কিছুটা অবাক কলাপাড়ার কৃষক মমিনুল ইসলাম। বলেন, ‘যতটুকু ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল লবণাক্ততা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেটা হয়নি। ফসল ভালো হওয়ায় কৃষকেরা আনন্দিত।

উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, ‘এ বছর আবহাওয়া অনুকূলে ছিল। এ ছাড়া নতুন প্রযুক্তি এবং উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এবার আমনের ফলন অনেক বেশি হয়েছে।’

এ বছর কলাপাড়ার কৃষকরা তাদের উৎপাদিত ধান বিক্রি করে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারবেন বলে আশা করেন কৃষি কর্মকর্তা। স্থানীয় বাজারে সোনালী আমন ধানের চাহিদা বেড়েছে, যা কৃষকদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করেছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/মোআ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা