মির্জাপুরে গণপিটুনিতে গরুচোরের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৫, ১৬:০৮
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে গণপিটুনিতে মনির মোল্লা ওরফে আবুল মোল্লা (৪০) নামে এক গরুচোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মনির মোল্লা ওরফে আবুল মোল্লা পাবনার সুজানগর থানার রায়পুর মাছপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

গণপিটুনিতে নিহত মনির মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২-১৪টি মামলা রয়েছে বলে সিডিএমএস সূত্রে পুলিশ নিশ্চিত হয়েছে।

গরুর মালিক বাইমাইল গ্রামের বাসিন্দা দেওয়ান মো. মিলন বলেন, ‘রাত ৩টার দিকে ৩-৪ জনের চোরের একটি দল গোয়াল ঘরের টিন কেটে গরু চুরি করতে ভেতরে প্রবেশ করে। বিষয়টি আমার দাদা বুঝতে পেরে প্রথমে আমার মাকে ডেকে তোলে। এরপর ওনারা চোর চোর বলে চিৎকার করলে আমিও ঘর থেকে বের হই। এসময় চোরের দল দৌড়ে পালিয়ে যেতে পারলেও একজন এলাকাবাসীর হাতে ধরা পড়েন। ক্ষুব্ধ এলাকাবাসী চোরকে পিটুনি দিলে তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

(ঢাকা টাইমস/২৮মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা