দিনাজপুরে শাশুড়ির গায়ে পেট্রল ঢেলে আগুন দিলো জামাই

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৫, ২০:৩৮| আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ২০:৪৪
অ- অ+
মেহেদুল ইসলাম

নাকফুল হারানো ঘটনাকে কেন্দ্র করে বুলি বেগম (৫৫) নামে এক নারী গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তারই মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। মুমূর্ষু অবস্থায় অগ্নিদগ্ধ শাশুড়িকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মেয়ে জামাই।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলা পৌর শহরের ৫ নং ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। বিরামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত জামাইয়ের নাম মেহেদুল ইসলাম। তিনি বিরামপুর উপজেলার হাবিবপুর এলাকার আজিবর রহমানের ছেলে।

পারিবার জানা গেছে, পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সঙ্গে বিরামপুর উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাই মেহেদুল তার স্ত্রীর এক ভাইয়ের অটোরিকশা ভাড়ায় নিয়ে চালাতেন। সম্প্রতি সেই অটোরিকশা ভেঙে গেলে সেটি শ্বশুরবাড়িতে দিয়ে যায়।

অটোরিকশার মালিক সেটি মেরামত করে অন্য চালকের নিকট ভাড়া দিলে জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের মতবিরোধ দেখা দেয়। এর মধ্যে মঙ্গলবার রাতে শাশুড়ির নাকফুল হারানোর দোষ পড়ে জামাইয়ের ওপর। এসব নিয়ে শাশুড়ির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন জামাই। পরে আজ (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামাই মেহেদুল তার শাশুড়িকে ফোন করে বাড়ির বাইরে ডেকে নেন। সেখানে শাশুড়ির গায়ে পেট্রল ঢেলে দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান জানান, আগুনে নারীর মাথা ও মুখ ছাড়া পুরো শরীরই ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে সেখান থেকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, অগ্নিদগ্ধ নারীকে উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা ছাড়াও আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি এনসিপির
উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি নেতা হানিফ গ্রেপ্তার
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা