বগুড়ার মিনি জাফলংয়ে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৫, ১৪:৪৫
অ- অ+

বগুড়ার শেরপুরের মিনি জাফলংয়ে গোসল করতে গিয়ে সাদাত হোসেন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাদাত হোসেন ধনুট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

নিহাতের নানা মোখলেসুর রহমান জানান, ঈদ উপলক্ষে সাদাত আমাদের বাড়ি সুত্রাপুর বেড়াতে আসে। আজ সকালে সে বাঙালি নদীতে আরও কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে যায়। এ সময় পা পিছলে পড়ে পানির স্রোতের সঙ্গে ভেসে নদীর গভীরে গিয়ে ডুবে যায় সাদাত।

এ ঘটনা জানার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সাদাতকে উদ্ধার করে। এরপর শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু বাঁচানো যায়নি।’

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস যাতায়াতে আলাদা রাস্তা নির্মাণ করবে ডিএনসিসি
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
শ্রীপুরে ইজারাদার সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা-দেশীয় অস্ত্রের মহড়া, আহত ২০
সৃষ্টিশীলতার মহড়া দিল মুক্তিসরণি সাহিত্য সংঘ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা