ফরিদপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:৩১
অ- অ+

ফরিদপুরের মধুখালী থানার হত্যা মামলার আসামি সিয়ামকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ফরিদপুর নতুন বাসস্টান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী গ্রেপ্তারের তথ্য জানান।

তিনি জানান, গত ৮ মার্চ রাতে ভিকটিম আব্দুল সাত্তার প্রামাণিক (৭৫) এর নাতির সাথে পূর্ব শত্রুতার জেরে ফরিদপুরের মধুখালী থানাধীন সালাম প্রামাণিকের চায়ের দোকানে আসামি সিয়ামসহ সঙ্গীয় অপরাপর আসামিগণ ভিকটিমের ছেলে রুবেল প্রামাণিককে মারধর করে।

একপর্যায়ে তার ডাক চিৎকারে ভিকটিমের ছেলেকে বাঁচানোর জন্য সাত্তার প্রামাণিক এগিয়ে আসলে আসামিগণ ভিকটিমকে বুকে ও পিঠে, ঘাড়ে, মুখে, এলোপাথাড়ি কিল, ঘুষি এবং পেটে লাথি মেরে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ভিকটিমের ছেলে রুবেল প্রামাণিক বাদী হয়ে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে এদিন সকালে ফরিদপুর নতুন বাসস্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৫এপ্রিল/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
৫ আগস্ট গভীর রাত পর্যন্ত সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন, পলকসহ ১২ জন
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তারে ডিএমপির পূর্বানুমতি সংক্রান্ত সার্কুলার স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা