ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ০২ মে ২০২৫, ১৮:২৫
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাওন ফকির উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামে লিটন ফকিরের ছেলে।

শাওন ফকিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার উত্তরা থেকে শাওন ফকিরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে তাকে কসবা আনা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার জাজিয়া গ্রামে চাচাতো ভাই সুজন ফকিরের সাথে ধান শুকানোর বিষয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে শাওন ফকির ঘরে থাকা ছুরি এনে সুজন ফকিরকে আঘাত করেন। এতে সুজন ফকিরের মৃত্যু হয়।

(ঢাকা টাইমস/০২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা