বিজিবির মানবিক উদ্যোগ

বলিপাড়ায় ২৭০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ২১:২৪| আপডেট : ২৯ জুন ২০২৫, ২১:৪৮
অ- অ+

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ। বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া জোনের (৩৮ বিজিবি) উদ্যোগে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ জুন) বলিপাড়া জোনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, ইরেজার ও চকলেট বিতরণ করা হয়। এছাড়া প্রতিটি শিক্ষার্থীর হাতে জাতীয় পতাকা তুলে দেন বলিপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, 'সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি কেবল সীমান্ত সুরক্ষায় নয়, দেশের মানুষের সার্বিক কল্যাণেও সর্বদা নিয়োজিত।'

তিনি জানান, এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে প্রান্তিক শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও আত্মবিশ্বাস সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, 'আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিজিবির এ সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।'

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বিজিবির এমন কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা