মার্চে রেমিট্যান্স প্রবাহে দেশের ইতিহাসে রেকর্ড, এসেছে ৩.২৯ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ২০:৩১
অ- অ+

জুলাই বিল্পবের পর সরকারের প্রতি আস্থা বেড়ে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহে রেকর্ড গড়েছে মার্চ মাস। চলতি বছরের মার্চ মাসে ৩২৯ কোটি বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ১৯৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। সে হিসাবে গত বছরের মার্চের তুলনায় চলতি বছরের মার্চে ৬৪ দশমিক ৭ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

গত মাসে প্রবাসীরা ৩২৯ কোটি বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এর আগে এক মাসে এত বেশি রেমিট্যান্স আসেনি।

রবিবার ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস শুরুর প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসীরা ৪ দশমিক ৭১ বিলিয়ন ডলার বেশি পাঠিয়েছেন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৭ দশমিক ৬ শতাংশ।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
ভয়ংকর হয়ে উঠে ছিলেন এসপি আব্দুল মান্নান, বরখাস্ত করল সরকার
মাধবপুর উপজেলা আ.লীগের নেতা গ্রেপ্তার  
চট্টগ্রামের টেস্ট: প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ, তাইজুলের ফাইফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা