বাংলাদেশ ফিমেইল একাডেমির শিক্ষার্থীদের কম্পিউটার-বই উপহার দিলো আইএফআইসি ব্যাংক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ জুন ২০২৫, ১৬:২২| আপডেট : ২৫ জুন ২০২৫, ১৬:২৫
অ- অ+

নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তিতে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী পরিচালনা করছে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি শীর্ষক বিশেষ ক্যাম্পেইন। এরই অংশ হিসেবে সুনামগঞ্জে অবস্থিত বাংলাদেশ ফিমেইল একাডেমি (BFA)- এর শিক্ষার্থীদের দুইটি কম্পিউটার ও বেশকিছু শিক্ষণীয় বই উপহার দেওয়া হয়েছে।

সোমবার (BFA)- সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই উপহারগুলো হস্তান্তর করা হয়।

ইতোমধ্যে উক্ত ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও শিক্ষণীয় বই প্রদান কর্মসূচি সম্পন্ন কর হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিমেইল একাডেমির গভর্নিং বডির সম্মানিত সভাপতি জামিল চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন একাডেমির প্রধান শিক্ষিকা নাজমা বেগমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, সিলেট শাখার ব্যবস্থাপক মো. কাইয়ুম চৌধুরী, সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান ফারিহা হায়দার।

নারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করার লক্ষ্যে ২০২৪ সাল থেকে আইএফআইসি ব্যাংক বিশেষ এই ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।

(ঢাকা টাইমস/২৫জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা