এক যুগ পর রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ-পাকিস্তান 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৫, ২০:১১| আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২১:১৬
অ- অ+

এক যুগের বেশি সময় পর চলতি এপ্রিল মাসে রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে দুদেশের মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে। ২০১২ সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ। যেটির লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা।

এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে।

তবে বাংলাদেশের হয়ে সংলাপে কে নেতৃত্ব দেবেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তার এ সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। এর মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে, যা বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা এবং সহযোগিতায় অবদান রাখবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে নতুন অগ্রগতি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় প্রভাব হ্রাস করে এবং পাকিস্তানের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপনের দিকে মনোযোগ দিয়েছে, যার মধ্যে সামরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গেও গভীর সম্পর্ক তৈরির দিকে মনযোগ দিয়েছে। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে, যা বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের দিকে নিয়ে যেতে পারে।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
৫ আগস্ট গভীর রাত পর্যন্ত সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন, পলকসহ ১২ জন
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তারে ডিএমপির পূর্বানুমতি সংক্রান্ত সার্কুলার স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা