সারা দেশে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:১২| আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১১:৪৬
অ- অ+

ইসরায়েলি পণ্য বয়কটের নামে যারা সিলেটসহ সারা দেশে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার রাতে এক বিবৃতির মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন আইজিপি।

বিবৃতিতে পুলিশপ্রধান বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং অবিলম্বে গ্রেপ্তার করা হবে। পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে।’

আইজিপি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘সরকার কোনো আইনি প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের আড়ালে কোনো অপরাধ বরদাস্ত করব না।’

একই বিবৃতিতে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের একটি গন্তব্য হিসেবে প্রদর্শন করার জন্য একটি শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখনই এমন দৃষ্টান্ত স্থাপন করতে দেখা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’

তিনি বলেন, ‘এই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী ছিলেন, তাদের মধ্যে কিছু বিদেশিও রয়েছেন, যারা বাংলাদেশে বিনিয়োগে আস্থাশীল। তারা আমাদের তরুণদের কাজের সুযোগ দিয়েছেন। যারা ভাঙচুরের এই জঘন্য কাজ করেছেন তারা চাকরি সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু।’

সোমবার বিকালে সিলেট নগরীর দর্শন দেউড়ি এলাকায় ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে চেইন সুপারশপ ইউনিমার্টের আউটলেটে হামলা ও ভাঙচুর চালায় তৌহিদি জনতার ব্যানারে এক দল লোক।

হামলাকারীদের অভিযোগ, ‘ফিলিস্তিনের নিরীহ মানুষকে গণহত্যায় জড়িত ইসরায়েল। তাদের পণ্যই বেশি বিক্রি করে ইউনিমার্ট। পূর্বেও তাদের সতর্ক করা হয়েছে কিন্তু তারা শোনেনি। তাই আজকে তৌহিদি জনতা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। যারা ইসরায়েলি পণ্য বিক্রি করে দেশটিকে সহযোগিতা করছে তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না।’

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলি পণ্য বয়কটের নামে দোকাটপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস যাতায়াতে আলাদা রাস্তা নির্মাণ করবে ডিএনসিসি
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
শ্রীপুরে ইজারাদার সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা-দেশীয় অস্ত্রের মহড়া, আহত ২০
সৃষ্টিশীলতার মহড়া দিল মুক্তিসরণি সাহিত্য সংঘ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা