আর্টেমিস চুক্তি: বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

বিশ্বের ৫৪তম দেশ হিসেবে গত ৮ এপ্রিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণে এই চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে স্বাগত জানায়।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘২০২৫ সালের ৮ এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম স্বাক্ষরকারী দেশ হয়। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ৫০ বছরেরও বেশি সময় ধরে একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশের আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টি দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে।’
এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় সহযোগিতা অব্যাহত রাখতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালে সাতটি দেশের সঙ্গে আর্টেমিস গঠন করে যুক্তরাষ্ট্র। এরপর আরও ৪৬টি দেশ এই জোটে যোগ দিয়েছে। সর্বশেষ যোগ দিয়েছে বাংলাদেশ। বর্তমানে চুক্তিতে বাংলাদেশসহ আরও ৫৩টি দেশ রয়েছে।
মূলত আর্টেমিস এটি একটি ব্যবহারিক নীতিমালার সংকলন, যার লক্ষ্য হলো মহাকাশে দায়িত্বশীল ও টেকসই নাগরিক অন্বেষণ কার্যক্রম পরিচালনা। এই চুক্তির বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং নাসা মূল নেতৃত্ব প্রদান করে থাকে।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এমআর)

মন্তব্য করুন