৩১ দফা সংস্কার বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: নয়ন
৩১ দফা সংস্কার বাস্তবায়ন করাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি অনেক আগে থেকেই কাজ করছে। যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে।
শনিবার শেরপুর ঝিনাইগাতী উপজেলার থানা মোড় এলাকায় ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়; উদারতা দিয়ে, ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। সে অনুযায়ী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে এক হয়ে মাঠে থেকে কাজ করতে হবে। শৃঙ্খলা ভাঙলে দলের কোনো নেতাকর্মীকে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। এসময় সকলকে জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জনের আহ্বান জানান।
ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশ প্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে নয়ন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন খুন-গুম ধর্ষণ করেছে, একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনুন। শেখ হাসিনাকে রেড নোটিশ জারি করে অতিদ্রুত বাংলাদেশের মাটিতে এনে বিচার করুন।
এসময় শেরপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/জেবি/এমআর)
মন্তব্য করুন