ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: কাজী মামুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ২১:১৯
অ- অ+

জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, দেশব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- ভাঙচুর ও লুটপাটে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে মিছিল-সমাবেশ থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। যার ধারাবাহিকতায় সোমবার দেশব্যাপী ইসরায়েল বিরোধী মিছিল সমাবেশ চলাকালে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশে এই ধরনের বিশৃঙ্খলা চলতে দেওয়া যায় না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসব দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের গোয়েন্দা বাহিনীকে ঢেলে সাজিয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে।

বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা ও নিরীহ ফিলিস্তিনি জনগণকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
৫ আগস্ট গভীর রাত পর্যন্ত সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন, পলকসহ ১২ জন
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তারে ডিএমপির পূর্বানুমতি সংক্রান্ত সার্কুলার স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা