ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: কাজী মামুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ২১:১৯
অ- অ+

জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, দেশব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- ভাঙচুর ও লুটপাটে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে মিছিল-সমাবেশ থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। যার ধারাবাহিকতায় সোমবার দেশব্যাপী ইসরায়েল বিরোধী মিছিল সমাবেশ চলাকালে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশে এই ধরনের বিশৃঙ্খলা চলতে দেওয়া যায় না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসব দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের গোয়েন্দা বাহিনীকে ঢেলে সাজিয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে।

বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা ও নিরীহ ফিলিস্তিনি জনগণকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা