যেদিন হাসিনা পালিয়েছেন, সেদিনই আওয়ামী লীগ বিলুপ্ত: রাশেদ খান 

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৫, ২০:০৫| আপডেট : ১৮ জুন ২০২৫, ২০:০৬
অ- অ+

যেদিন হাসিনা পালিয়েছেন, সেদিনই আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে, বাংলার মাটিতে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না।

বুধবার দুপুরে ঝিনাইদহে গণ-শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা কোনভাবেই হাসিনার ফাঁদে পড়ে রাজপথে নামার চেষ্টা করবেন না।

তিনি বলেন, হাসিনা দিল্লিতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে। বারবার আওয়ামী লীগের পাণ্ডাদের মাঠে নামানোর চক্রান্ত চলছে। হাসিনার নিয়োজিত ফ্যাসিবাদী শক্তি যারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন করেছে। তাদের মধ্যে কিছু ডিসি ও এসপি সরকারি কর্মকাণ্ডে বাধা দিচ্ছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে তার ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে। আমাদের দায়িত্ব শুধুমাত্র আওয়ামী লীগের পতনের মাধ্যমে শেষ হয়ে যায়নি। যতক্ষণ না পর্যন্ত আমরা এই ফ্যাসিবাদী কাঠামোকে ধ্বংস করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এ লড়াই চালিয়ে যেতে হবে।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, লড়াই করতে গিয়ে নানা রকম হুমকি আসবে, কিন্তু আমরা কোনো হুমকিতে ভয় পাই না। যেখানে হুমকি আসবে, সেখানেই গণমানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঝিনাইদহের প্রসঙ্গে তিনি বলেন, আমি এখানে এসেছি ফিরে যাওয়ার জন্য নয়, এসেছি গণমানুষের কল্যাণে কাজ করতে। এখন আর এক কেজি মাংস, দুই কেজি চাল বা এক হাজার টাকার বিনিময়ে ভোট কেনার রাজনীতি নেই। কেউ মাথা কেনার রাজনীতি করতে চাইলে গণঅধিকার পরিষদ তা প্রতিহত করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ যাতে কোনও সামাজিক বা মানবিক কাজের আড়ালে সাংগঠনিক তৎপরতা চালাতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঝিনাইদহে যারা কারাগারে বসে বিলাসী জীবন-যাপন করছে এবং মোবাইল ব্যবহার করছে, তাদের জামিনপ্রাপ্তির বিষয়েও তদন্ত হওয়া উচিত।

(ঢাকা টাইমস/১৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সহিংসতায় চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি, কেন্দ্র বাড়ছে ৪৫ হাজারে
২০ বছর কোমায় থাকার পর না-ফেরার দেশে সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র
গাজায় ইসরায়েলি হামলায় ১১৬ ফিলিস্তিনি নিহত, অপুষ্টিতে ভুগছে ১৭ হাজার শিশু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা