অ্যাডিলেড টেস্টে অনিশ্চিত মার্শ, ডাক পেলেন ওয়েবস্টার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:০০
অ- অ+

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। এবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল। অ্যাডিলেডে হবে দিবারাত্রির ম্যাচ। এই ম্যাচে মিচেল মার্শ খেলতে পারবেন কি না তা নিয়ে আছে অনিশ্চয়তা। ফলে দলে ডাক পেয়েছেন নতুন এক ক্রিকেটার।

মার্শের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন সাম্প্রতিক সময়ের আলোচিত ক্রিকেটার বাউ ওয়েবস্টার। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকা ১৩ ক্রিকেটারের সঙ্গে এবার যোগ হয়েছেন ওয়েবস্টার।

অফ স্পিনার থেকে মিডিয়াম পেসার বনে গেলেও প্রয়োজনে স্পিন বোলিংও করতে পারেন জাতীয় দলে এখনও অভিষেক না হওয়া ওয়েবস্টার। গত কয়েক মৌসুম ধরেই তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। কিছুদিন আগে ভারত 'এ' দলের বিপক্ষে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন। দলের প্রয়োজনে যে কোনো ভূমিকায় খেলতে রাজি এই অলরাউন্ডার।

ওয়েবস্টার বলেন, 'আমি মনে করি, গত ১০ বছর ধরেই এটা করে আসছি, শুরুতেই হোক আর মাঝে। তবে আমার মনে হচ্ছে ব্যাট হাতে পাঁচ থেকে সাতের মধ্যে কোথাও আমাকে ভূমিকা রাখতে হবে এবং বল হাতেই কিছু ভূমিকা রাখতে হবে (যদি অভিষেক হয়)। সম্ভবত সিমার হিসেবেই, যেহেতু নাথান লায়ন ও বেশ কয়েকজন মিলে বেশ ভালো স্পিন লাইনআপ আমাদের আছে।'

শেফিল্ড শিল্ডের সবশেষ রাউন্ডে নিউ সাউথ ওয়েলেসের বিপক্ষে ৬১ এবং ৪৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৫ উইকেট শিকার করেছেন, যার মধ্যে দুটি একই ওভারে। এছাড়া তিনি স্লিপে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ফিল্ডার। তাসমানিয়াকে ম্যাচ জেতানোর কিছুক্ষণ পরেই নির্বাচক জর্জ বেইলির কাছে থেকে দলে যোগ দেয়ার জন্য ফোন পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ভারত 'এ' দলের বিপক্ষে খেলা চারদিনের ম্যাচ দুটিতে তিনি চার ইনিংসে ১৪৫ রান করেছেন। যার মধ্যে সফল রানতাড়ায় দুই ইনিংসে অপরাজিত ছিলেন। বল হাতেই মাত্র ১৯.৫৭ গড়ে ৭ উইকেট শিকার করেছেন, যার মধ্যে ৬টিই পেয়েছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

শেষ দুই বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে ৫৩.২৩ রান এবং বল হাতে ৩১.৭১ গড়ে উইকেট শিকার করেছেন ওয়েবস্টার, যার মধ্যে গ্লুচেস্টারশায়ারের হয়ে কাউন্টির রানও আছে।

প্রথম টেস্টর পর অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, পার্থ টেস্টের স্কোয়াডের ১৩জন খেলোয়াড় অ্যাডিলেডেও থাকছেন। তবে অধিনায়ক প্যাট কামিন্স কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন। যার মধ্যে আছেন মিচেল মার্শও। পার্থে মোট ১৭ ওভার বল করেছেন তিনি, যা গত তিন বছরের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ।

স্কোয়াডে জশ ইংলিস থাকলেও তার চেয়ে ওয়েবস্টারের অভিষেকের সম্ভাবনাই বেশি। মার্শ যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তবে বোলিং ইউনিটের ওয়ার্কলোড কমাতে ওয়েবস্টার ভালো ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস কামিন্স ও ম্যাকডোনাল্ডের। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১২ রানে ২ উইকেট শিকার করেছিলেন মার্শ। অজিদের জন্য আশার কথা অ্যাডিলেড টেস্ট শুরুর আগে সেরে ওঠার জন্য বেশ খানিকটা সময় পাচ্ছেন এই অলরাউন্ডার। আগামী ৬ ডিসেম্বর মাঠে গড়াবে অ্যাডিলেড টেস্ট।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা