ইমার্জিং ম্যাচে বাগ্‌বিতণ্ডা, হাতাহাতি ও হেলমেট ধরে টানাটানি, শাস্তি পেলেন তিন ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৫, ১১:৩২
অ- অ+

বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যে চার দিনের ম্যাচে বাগ্‌বিতণ্ডা, হাতাহাতি ও হেলমেট ধরে টানাটানির ঘটনায় শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকারইনোসেন্ট এনতুলি ও মিকায়েল প্রিন্স এবং বাংলাদেশের রিপন মণ্ডল।

আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী তাদেরকে সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে বলে বাংলাদেশের শীর্ষ এক সংবাদমাধ্যম সূত্রে বিষয়টি জানা গেছে।

‘বাজে ভাষাব্যবহারের কারণে দুটি সাসপেনশন পয়েন্ট বসানো হয়েছে রিপনের নামের পাশে। আর রিপনকে ধাক্কা ও হেলমেট ধরে টানাটানি করায় চারটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে এনতুলিকে। একই ঘটনায় রিপনের সঙ্গে তর্কে জড়িয়ে আঙুল উঁচিয়ে কথা বলায় একটি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন প্রিন্স।

এই পয়েন্ট অনুযায়ী ক্রিকেটারদের বিরুদ্ধে বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ব্যবস্থা নেবে। যেহেতু সিরিজে আর ম্যাচ নেই সেহেতু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই বোর্ডকেই প্রমাণসহ মেইল পাঠিয়েছে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন বুধবারের ঘটে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা।

বাংলাদেশের ইনিংসে তখন ১০৫তম ওভারে। শোপে এনতুলির বলে এগিয়ে এসে ছক্কা হাঁকালেন রিপন মণ্ডল। সেই বল তখনও মাঠে ফেরেনি। এরই মাঝে রিপনের দিকে এগিয়ে গিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান এনতুলি। থেমে থাকলেন না সেখানেই। খুবই উদ্যত ভঙ্গিমায় রিপনের হেলমেট ধরে টানাটানি শুরু করেন এই স্পিনার। আম্পায়াররা ফেরাতে চাইলেও থামছিলেন না দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের এই অফ স্পিনার। বাংলাদেশের পেসার রিপন তাঁকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার ও আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করেন। ততক্ষণে এক দফা হাতাহাতি হয়ে গেছে দুই ক্রিকেটারের মধ্যে।

ঘটনার সময় কাছেই থাকা এক প্রোটিয়া ক্রিকেটারও রিপনের দিকে আঙুল তুলে কিছু একটা বলেন। পরে সফরকারীদের আরেক ক্রিকেটার মিকা এল প্রিন্স বেশ কিছুক্ষণ ধরে রিপনকে কিছু একটা বলতে থাকেন। ছুটে আসেন ততক্ষণে লেগ আম্পায়ারও। দুই আম্পায়ারের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

প্রথম সেশনে উত্তেজনাপূর্ণ ওই ওভারেই আরেক দফায় পরে রিপনের শরীর বরাবর থ্রো করেন এনটুলি। যদিও তিনি ক্রিজ থেকে বের হননি বা রান নিতে উদ্যত হননি, তবু বল ধরেই সোজা তার শরীর বরাবর থ্রো করে বসেন এনটুলি। কোনোমতে ব্যাট দিয়ে বলটি ঠেকিয়ে আঘাত পাওয়া থেকে নিজেকে বাঁচান রিপন।

ম্যাচটির শেষ দুই দিন খেলা সম্ভব হয়নি বৃষ্টির কারণে। প্রথমটির মতো এই ম্যাচও বৃষ্টির বাড়গায় ড্র হয়। এর আগে প্রথম ইনিংসে ৩৭১ রান করে বাংলাদেশ ইমাজিং। বৃষ্টির আগে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং তোলে ৬ উইকেটে ১৫২ রান।

(ঢাকাটাইমস/৩১ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
চাঁদপুরে সরকারি চাল উদ্ধার, গ্রাম পুলিশ আটক
আড়ম্বর আয়োজনে আরআরএফের দুই কর্মকর্তাকে বিদায় জানালেন ঢাকা রেঞ্জ ডিআইজি
এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ গঠনে এবি পার্টি সম্মত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা