‘কোনো মীরজাফরকে দেখতে চাই না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৫:৩৯ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৬, ১১:২২

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন নেতৃত্ব নির্বাচনের অধিবেশনে দলের প্রতি অনুগত, সৎ ও নিষ্ঠাবানদের নেতৃত্বে আনার তাগিদ দিয়েছেন কাউন্সিলররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর উচ্ছার কথা বলার পর সমস্বরে ‘না’ বলার পর সজীব ওয়াজেদ জয়কে নেতৃত্বে আনার কথা বলেছেন কেউ কেউ।

সকাল সাড়ে নয়টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অধিবেশনে সকালে সভাপতি শেখ হাসিনার বক্তব্যের পর বিভিন্ন সাংগঠনিক জেলার নেতারা বক্তব্য রাখছেন। এ সময়ও শেখ হাসিনার সভাপতি হিসেবে থেকে যাওয়ার অনুরোধ করেন একাধিক কাউন্সিলররা।

নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দেন কাউন্সিলররা। বলেন, এর আগে নানা সময় নেতৃত্ব নির্বাচনে ভুলের জন্য ভুগেছে দল। বেঈমানরা নিজেদের স্বার্থে দলের ক্ষতি করেছে। এবার এবং ভবিষ্যতে যেন এমনটা না হয়, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেন তারা।

পঞ্চগড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সদর সম্রাট বলেন, ‘আমরা দলের নেতৃত্বে কোনো মীরজাফরকে দেখতে চাই না।’

ঠাকুরগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কোরেশী বলেন, ‘দলের প্রতি কমিটমেন্ট (অঙ্গীকার) আছে, এমন নেতা চাই।’

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দীন চৌধুরী নয়ন বলেন, ‘কেন্দ্রীয় কমিটিতে আমরা স্বচ্ছ ও গতিশীল নেতাদেরকে চাই।’

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, ‘আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ। এটা দেখেন নেত্রী।’

এ ছাড়া কক্সবাজার আ্ওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, মৌলভীবাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসের আহমেদ, টাঙ্গাইল আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সুনামগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, রাঙ্গামাটি আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার গত প্রায় চার বছর তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং প্রতিবেদন তুলে ধরেন।

কাউন্সিলরদের বক্তব্য শেষে এই অধিবেশনে দলের ঘোষণাপত্র অনুমোদন এবং গঠনতন্ত্র সংশোধন করা হবে। এরপর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন কাউন্সিলররা।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :