ইসি নিয়ে বিএনপির প্রস্তাব তুচ্ছ নয়: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৬, ১৩:৫৬| আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৪:০১
অ- অ+

নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করতে বিএনপির পক্ষ থেকে দেয়া প্রস্তাব নিয়ে আবারও আলোচনার দাবি জানিয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, এক তরফা ইসি গঠন হতে পারে না। সরকারি দল উড়িয়ে দিলেও এই প্রস্তাবটি বিএনপির একার নয় বা তুচ্ছ নয় বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

খালেদা জিয়া প্রস্তাব দেওয়ার পর দাবি দাবির বিষয়ে সরকারের উদ্যোগহীনতার মধ্যে শনিবার দুপুরে এক টুইট বার্তায় একথা বলেন বিএনপি প্রধান।

আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনে যখন প্রক্রিয়া শুরু হয়েছে তখন গত ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করতে ২০ দফা প্রস্তাব দেন খালেদা জিয়া। তিনি সার্চ কমিটির বদলে সব দলের সঙ্গে আলোচনা করে মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন। খালেদা জিয়া বলেন, যত দিন না মতৈক্য প্রতিষ্ঠা হবে, ততদিন আলোচনা চালিয়ে যেতে হবে।

তবে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর পরই একে অগ্রহণযোগ্য, অন্তঃসারশূন্য ও হাস্যকর বলে তা প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধান অনুযায়ী সার্চ কমিট গঠন করেই গঠন হবে নতুন নির্বাচন কমিশন।

সরকারি দলের এই প্রতিক্রিয়ার পরও বিএনপির পক্ষ থেকে একাধিকবার আলোচনায় বসার তাগাদা দেয়া হয়। এই অবস্থায় গত ২১ নভেম্বর সরকারের অবস্থান তুলে ধরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের বাস্তবতায় মতৈক্য প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। অতীতে কখনও হয়নি, ভবিষ্যতেও হবে বলে মনে হয় না।

খালেদা জিয়ার এই প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তা নাকচও করেন তথ্যমন্ত্রী। বলেন, রাষ্ট্রপতি কী করবেন না করবেন-সেটা তার নিজের এখতিয়ার।

এরপরও বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে কথা বলেছেন। কিন্তু সাড়া না পেয়ে বিএনপি পরে লিখিত আবেদন দেওয়ার কথাও জানিয়েছে।

এই পরিস্থিতিতে প্রস্তাব দেওয়ার আট দিনের মাথায় টুইট বার্তায় এ বিষয়ে আবারও কথা বললেন খালেদা জিয়া। তিনি লিখেন, ‘সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার বা তুচ্ছ কোনো বিষয় এটা নয়। তাই আলোচনা দরকার, এক তরফা ইসি নয়।’

বিএনপি নেতারা জানান, তাদের প্রস্তাব নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলেও হাল ছাড়ছে না বিএনপি। দলটির পক্ষ থেকে দেশের সুশীল সমাজ, রাজনৈতিক দল ও আন্তর্জাতিক অঙ্গণে এ প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা করছে। বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে ইতোমধ্যে প্রস্তাবের কপি পৌঁছে দেয়া হয়েছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, তারা এখনও সরকারের ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় আছেন। তাদের আশা, সরকার বা সরকারি দল অন্ততপক্ষে তাদের সঙ্গে আলোচনায় বসবে। তবে সেটি না হলে কী করবে বিএনপি-সেই প্রশ্নের আপাতত কোনো জবাব নেই দলের শীর্ষ নেতাদের কাছেও

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/বিইউ/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা