কামারগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৯:০৯ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৪

ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শত ভাগ শিশু ভর্তি, ঝরেপড়া হ্রাস, শিক্ষার হার বাড়ানো এবং গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ কর্মসূচি পালিত হয়।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি মো. নূরুল ইসলাম লিটন, সহ-সভাপতি কামারগ্রাম কাঞ্চন একাডেমির শিক্ষক মো. আবিদুর রহমান, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য কামারগ্রাম কাঞ্চন একাডেমির শিক্ষক মো. তাজিকুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য মো. আলাউদ্দিন আলী, গোপালপুর ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. কামরুল ইসলাম ফজর, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি মো. আমিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত জুলাই থেকে ডিসেম্বর মোট পাঁচ মাস কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনের অর্থায়নে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন বিরতির সময় পুষ্টিকর এই খাবার পরিবেশন করা হয়।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :