ফরিদপুরে গণিতে দুই শিক্ষার্থী পেল গোল্ড মেডেল

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ১৪:১৯

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে গণিতে উৎকৃষ্ট ফল লাভকারী দুই কৃতি শিক্ষার্থীর প্রতিজনকে একভরি ওজনের গোল্ড মেডেল, নগদ টাকা ও সনদপত্র প্রদান করেছে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন।

বাঙালি আইসিএস কর্মকর্তা ও উপমহাদেশে স্যার আশুতোষ মুখার্জির রেকর্ড ভঙ্গকারী প্রখ্যাত গণিতবিদ এ এফ মুজিবুর রহমান (ফাউন্ডেশনের) পক্ষ থেকে পঞ্চমবারের মতো সোমবার এ মেডেল দেয়া হয়।

অনুষ্ঠানে ২০১০-১১ শিক্ষাবর্ষে গণিতে সব্বোর্চ ফল লাভকারী মো. রবিউল ইসলামকে একভরি ওজনের গোল্ড মেডেল ও দশ হাজার টাকা এবং ১২-১৩ শিক্ষাবর্ষের রিনা আক্তারকে একভরি ওজনের গোল্ডমেডেল ও পনের হাজার টাকা প্রদান করা হয়।

সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের প্রধান মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ আলী, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চৌধুরী মো. তাইয়ুব তাজাম্মুল ও মিসেস লোনা টি. রহমান এই দুই শিক্ষার্থীর হাতে মেডেল তুলে দেন।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সরকারি রাজেন্দ্র কলেজের ভিপি কাওছার আকন্দ, জিএস তামজীদুল রশিদ চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :