‘সন্ত্রাসী’ বিএনপির বিচারে বিশেষ ট্রাইব্যুনাল চান হাছান

নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩০

কানাডার আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার পর দলটির বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি যেন আর নাশকতার চেষ্টা না করে সে জন্যই এই উদ্যোগ নেয়া প্রয়োজন।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি বলেন, বিএনপি যে একটি সন্ত্রাসী সংগঠন সেটা তারা আগে থেকেই বলে আসছিলেন। এবার আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিষয়টি প্রমাণ হলো।

কানাডাভিত্তিক অনলাইন বাংলা সংবাদপত্র নতুন দেশে প্রকাশিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির সদস্য হওয়ার কারণে একজন বাংলাদেশির রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দিয়েছিলেন সে দেশের ইমিগ্রেশন কর্মকর্তা। এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ওই ব্যক্তি। আর জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তি করতে বিচারক বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন।

২০১৩ এবং ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনে বাংলাদেশে ব্যাপক নাশকতার বিষয়টিই মূলত ‍উঠে এসেছে কানাডা আদালতের রায়ে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ওই আন্দোলনের সময় পেট্রল বোমা হামলায় নিহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ, আগুন দেয়া হয়েছে হাজারো গাড়িতে, হামলা হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠানে। এসব ঘটনায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষস্থানীয় বহু নেতা এবং তৃণমূলের কয়েক হাজার কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা চলছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির এসব কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে আসছে। তারা বলছে, আন্দোলনের নামে নাশকতার কারণেই বিএনপির প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যে রাজনৈতিক চরিত্র হারিয়ে একটি সন্ত্রাসী সংগঠনে রূপ নিয়েছে তা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম। তাদের সন্ত্রাস বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার ছেলের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে।’

‘কানাডা আদালতের এই রায়ের পর বিএনপির রাজনীতিতে ও নেতৃত্বে আমূল পরিবর্তন আনা প্রয়োজন’- এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যে সহিংস ঘটনা ঘটিয়েছিল, তা বন্ধে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে রাজনীতির নামে সহিংস ঘটনার পুনরাবৃত্তি না হয়।’

কানাডা আদালতের এই রায়ের পর বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ঢাকাটাইমসের সঙ্গে কথা বলা বিএনপির দুই শীর্ষস্থানীয় নেতা সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান ও ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এই রায় দুঃখজনক।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :