ইন্দুরকানীতে আগুনে পাঁচ দোকান ভস্মীভূত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ১৮:৩৭

পিরোজপুরের ইন্দুরকানীতে আগুনে পুড়ে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট বন্দর বাজারে আগুন লাগে। এতে কালাচাঁন সাহার মুদি মনোহরীর দোকান, দুইটি গুদাম ঘর, দীলিপ কুমার দে’র মুদি মনোহরীর গুদাম ও রাম কৃষ্ণ বল’র জাল ও সুতার গুদাম পুড়ে যায়।

ইন্দুরকানীতে ফায়ার সার্ভিস না থাকায়, স্থানীয়রা পিরোজপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক কালাচান শাহা সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে আগুন লেগে আমার ১ টি পাইকারি দোকান ও দুইটি গুদাম ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন কি করব জানি না।

এছাড়া, রাম কৃষ্ণ বল ও দীলিপ কুমার দে এর প্রত্যেকের দুই লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগের চেষ্টা করা হলেও নিশ্চিত করে আগুল লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় মো. জাহিদুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, আমাদের উপজেলার (ইন্দুরকানী) ফায়ার সার্ভিস স্টেশন নেই। গত দুই তিন মাস আগে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু স্টেশনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। সেই যায়গায় বালু ফেলে কাজ শুরু হয়েছে মাত্র।

(ঢাকাটাইমস/২৫মার্চ/ এসএমআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :