স্বাধীনতা ভেসে ভেসে আসেনি: তারামন বিবি

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ২২:২৯

বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক বলেছেন, ‘আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এ দেশকে স্বধীন করেছি। এই স্বাধীনতা ভেসে ভেসে আসেনি। সে যুদ্ধ মোটেও সহজ ছিল না। আমরা যদি সেদিন দেশকে স্বাধীন করতে না পারতাম, তাহলে গণহত্যা চালানো সে অমানুষদের সাথেই আমাদের থাকতে হতো। অথচ দেশ স্বাধীন করা সেসব মুক্তিযুদ্ধারা আজ না খেয়ে আছে। আমি সরকারকে বলবো মুক্তিযুদ্ধাদের যথাযথ থাকা খাওয়ার ব্যাবস্থা করেন।’

শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী ‘মুক্তিসংগ্রাম নাটোৎসব’র উদ্বোধনী দিনে এসব কথা বলেন তিনি। এ সময় বীরপ্রতীক তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের সময় তাঁর সংগ্রামী ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন খান আলমগীর এম.পি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মুক্তিসংগ্রামের চেতনাবোধ এই বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ডা. দীপু মনি। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমরা ২৫ শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিয়ে ইতিহাসকে সঠিক মূল্যয়ন করেছি। আমরা এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছি। অচিরেই এসব গণহত্যাকারীদের বিচার করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন, সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্ব মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, ছাত্র-শিক্ষক কেন্দ্রর পরিচালক অধ্যাপক বশির আহমেদ প্রমুখ।

পরে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অতিথিদেরকে সম্মাননা স্মারক দেয়া হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে মঞ্চস্থ হয় নাটক ‘কালরাত্রি’। এর আগে বিশ্ববদ্যালয়ে সকাল ১০টা থেকে মুক্তি যুদ্ধের আর্ট ক্যাম্প ও স্মারক প্রদর্শনী করা হয়।

‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ এ স্লোগানকে সামনে রেখে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে সপ্তাহব্যাপী এ নাটোৎসবের আয়োজন করে।

এ আয়োজনে আগামীকাল থেকে যথাক্রমে মঞ্চস্থ হবে নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ‘সময়ের প্রয়োজনে নটপালা, মৃত্যুপাখি ও জেরা।

ঢাকাটাইমস/২৫ মার্চ/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :