এই সরকার মিডিয়াবান্ধব: ইকবাল সোবহান

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৭, ২০:৩১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকার মিডিয়াবান্ধব, শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার। তার সরকারের আমলে অনেক ইলেকট্রনিক্স মিডিয়া এসেছে, অনুমোদন পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।’

সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাবের ৫০ বছর পূর্তিতে পিরোজপুর প্রেসক্লাব থেকে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে মিলিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম সোহরাব হোসেন, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন।

ইকবাল সোবহান চৌধুরী এ সরকারকে মিডিয়াবান্ধব সরকার আখ্যা দিয়ে আরও বলেন, তার সরকারের আমলে অনেক ইলেকট্রনিক মিডিয়া এসেছে। এতে অনেক সাংবাদিক ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করার সুযোগ পাচ্ছে এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, শেখ হাসিনা সরকারের শাসনামলে দেশের যেমন উন্নয়ন হচ্ছে তেমনি দক্ষিণাঞ্চলেরও উন্নয়ন হয়েছে। ইকবাল সোবহান চৌধুরী তার বক্তব্যে প্রখ্যাত সাংবাদিক, ইত্তেফাফের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়াকে স্মরণ করেণ।

এছাড়াও, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও ইত্তেফাক স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, একুশে টিভির জেলা প্রতিনিধি শিরিনা আফরোজ প্রমুখ বক্তব্য দেন।

উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন মিডিয়ার জেলা প্রতিনিধিরা। এছাড়া, জেলার বিভিন্ন উপজেলার সংবাদকর্মী, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ অনুষ্ঠানে অংশ নেন।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :