এগারো ‘চোর’সহ ১২ মোটরসাইকেল উদ্ধার

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৭, ২০:১৬

নীলফামারীর ডিমলা ও সৈয়দপুর পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ১১ জন চোরকে আটক করেছে। বৃহস্পতিবার আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, ভোরে ডিমলা সদর ইউনিয়নের নটাবাড়ী গ্রামের আনোয়ারুল ইসলামের বাড়ির গ্রিল কেটে মোটরসাইকেল নিয়ে আন্তঃজেলা চোরচক্রের দলটি পালানোর সময় শালহাটি ক্যানেল সংলগ্ন এলাকায় লোকজন আটক করে। এ সময় পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ২ জন চোরসহ ও আনোয়ারুলের ডিসকোভার চুরি যাওয়া ১২৫ সিসি (নীলফামারী-হ ১১-৯৪১৩) উদ্ধার করে।

গ্রেপ্তাররা হলেন- জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালি গ্রামের আলমগীর হোসেন ও একই গ্রামের ফজেদুল ইসলাম।

এদিকে বুধবার বিকালে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবুল বাশার মো. আতিকুর রহমান জানান, চোরাই মোটরসাইকেল কেনাবেচা করার সময় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে মূলহোতাকে আটকের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এই চুরির সাথে জড়িত থাকায় গাইবান্ধার দুর্গাভিটার আবুল কালাম, বগুড়ার শাহজাহানপুরের জাহিদুল ইসলাম, গাইবান্ধার সাদুল্যাপুরের নূর ইসলাম, রংপুরের কাউনিয়ার মাস্টারপাড়ার মোহাম্মদ আলী, কুড়িগ্রামের বকড়ি গ্রামের রুপম কুমার, দিনাজপুরের বোচাগঞ্জের নূর আমিন, একই জেলার বহুবা গ্রামেন শান্ত রায়, সৈয়দপুর নয়াটোলার আজহার আলী, সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা গ্রামের রেজওয়ানুল করিম।

তিনি জানান, উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলের মধ্যে ৭টির রেজিস্টেশন করা। আর বাকিগুলোর কোন নম্বর নেই।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :