‘হেফাজতের সঙ্গে আপস মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী’

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ২১:২৭

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘হেফাজতের সঙ্গে আপস মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। হেফাজতের সঙ্গে আপস করে কোনো সমস্যার সমাধান হতে পারে না। বরং সংকট আরও গভীর হবে। ওয়ার্কার্স পার্টি হেফাজতের সঙ্গে কোনো আপস মানবে না।’

শনিবার বিকালে রাজশাহী মহানগরীর সাহেববাজারে ওয়ার্কার্স পার্টির এক জনসভায় বাদশা এসব কথা বলেন। রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির আয়োজেন অনুষ্ঠিত ওই জনসভায় রাজশাহীর এই সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্য দেন।

বাদশা বলেন, ‘সংবিধানের বাইরে কিছু করা যাবে না। যদি করা হয় তাহলে মানা হবে না। ওইটাই মুক্তিযুদ্ধের চেতনা। সংবিধানে মধ্যে ৩০ লাখ শহীদ আছে, মুক্তিযুদ্ধ আছে। বাংলাদেশে পাকিস্থানপন্থী রাজাকারদের জায়গা হবে না। এটাই ওয়ার্কার্স পার্টির রাজনীতি। আমর সব সময় মুক্তিযুদ্ধের বাংলাদেশকে দেখতে চাই।’

সাংসদ বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনাকে ধূলিসাৎ করতে পাঠ্যবইয়ে সংশোধনী আনা হচ্ছে, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেয়া হচ্ছে। একমূখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে এ ধরনের শিক্ষাব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’

‘জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, ঘুষ-দুর্নীতি, বৈষম্য-রুখে দাঁড়াও, সমাজ বদলের রাজনীতি এগিয়ে নাও’ শ্লোগান নিয়ে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে এই জনসভার আয়োজন করা হয়। ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির সভাপতি লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, মুস্তফা লুৎফুল্লাহ এমপি, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :