বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ২০:৫৯
ফাইল ছবি

বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় সোমবার দুপুরের পর থেকে ফের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

সন্ধ্যায় ঢাকার উদ্দেশে লঞ্চ ছেড়ে যাওয়া নির্ভর করবে আবহাওয়ার সতর্ক সংকেতের ওপর বলে জানিয়েছে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রবণ কুমার রায় বলেন, নদী বন্দরের জন্য ২ নম্বর এবং সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত চলমান রয়েছে। পশ্চিমা লঘু চাপের সঙ্গে কাল বৈশাখী ঝড়ের সংকেত যুক্ত হওয়ায় আজ দুপুর সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ৩৪ কিলোমিটার। এই সময়ে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে এই অবস্থার উন্নতি হবে।

আর বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু জানান, অভ্যন্তরীণ রুটে ২ নম্বর সতর্ক সংকেত থাকলে ৬৫ ফুটের নীচের লঞ্চ চলাচল এমনিতেই বন্ধ করে দেন। আজকের ২ নম্বর সতর্ক সংকেতের সঙ্গে কাল বৈশাখী ঝড় যুক্ত হওয়াতে দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। সন্ধ্যার পর আবহাওয়ার সংকেতের পরিবর্তন না হলে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলে কোনো নিষেধাজ্ঞা থাকবে না।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :