ডুয়াল রিয়ার ক্যামেরার ফোন আনলো সিম্ফনি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ১৫:১১

সিম্ফনি এবার বাজার মাতাতে আনলো ডুয়াল ব্যাক ক্যামেরার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিম্ফনি জেড নাইন। ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো। শার্পনেস, কালার প্রডাকশন, ভিউইং অ্যাঙ্গেল, টাচ রেসপন্স এক কথায় অসাধারণ।

ফোনটিতে মিডিয়াটেক এমটি ৬৭৫০ চিপসেট এবং ১.৫ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। থাকছে মালি টি৮৬০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, ৩ জিবি র্যাাম এবং ৩২ জিবি রম।

সিম্ফনির নতুন ফোনটিতে রিয়ারে আছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাক ক্যামেরার উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হচ্ছে নাইট মোড, সানসেট মোড, পোর্টরেইট মোড, নাইট পোর্টরেইট মোড, স্টেডি ফটো মোড, ফায়ার ওয়ার্কস মোড, স্পোর্টস মোড এবং ক্যান্ডেল লাইট মোড। আর ডুয়াল ক্যামেরার স্পেশাল ফিচার বোকেহ মোড তো থাকছেই। পেছনের ক্যামেরা দিয়ে যেমন প্রাণবন্ত ছবি উঠবে ঠিক তেমনি ফ্রন্ট ক্যামেরা দিয়েও উঠবে অসাধারণ সব সেলফি।

অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে।

হ্যান্ডসেটটির অধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যার মাধ্যমে পাওয়া যাবে অ্যাপস লক করারও সুবিধা। মাত্র ০.২ সেকেন্ডেই আনলক করা যাবে হ্যান্ডসেটটি।

এই হ্যান্ডসেটটির সাথে গিফট হিসেবে পাচ্ছেন একটি আকর্ষণীয় ব্যাক প্যাক একদম ফ্রি।

স্মার্টফোনটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :