ভোলায় পৌর কর্মচারীকে মারধর, তিন পুলিশ প্রত্যাহার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৭, ২১:০৫

ভোলা সরকারি স্কুলমাঠে অনুষ্ঠিত বৃক্ষমেলার ভেতরে মোটরসাইকেল চালিয়ে প্রবেশে বাধা দেয়ায় পৌরসভার এক স্টাফকে পিটিয়ে আহত করেছেন ভোলা থানার তিন পুলিশ সদস্য। আহত পৌরসভার স্টাফ মো. হানিফ ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারধরের ঘটনার অভিযোগে ওই তিন পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলে শনিবার দুপুরে নিশ্চিত করেছেন ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির।

প্রত্যক্ষদর্শী ও আহত হানিফ জানান, ভোলা সরকারি স্কুল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা চলছে। প্রতিদিন বিকালে শতশত দর্শনার্থী এখানে গাছের চারা কিনতে আসেন। এছাড়াও দৃষ্টিনন্দন এ মাঠে বিভিন্ন বয়সী নারী-পুরুষ নিয়মিত হাঁটতে আসেন। বিশেষ করে শুক্রবার বিকালে দর্শনার্থীদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে মাঠে সাদা পোশাকের এক পুলিশ সদস্য মোটরসাইকেল চালিয়ে বৃক্ষমেলার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পৌরসভার ৪র্থ শ্রেণীর কর্মচারী মো. হানিফ তাকে বাধা দেন। এতে ওই পুলিশ সদস্য ক্ষিপ্ত হয়ে হানিফকে মারধর করে। এ সময় সাদা পোশাকে আরও ২ পুলিশ সদস্য এসে হানিফকে মারধর করেন। এক পর্যায়ে লোকজন জড়ো হলে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হানিফকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উপস্থিত লোকজন হানিফকে তাদের হাত থেকে ছাড়িয়ে রেখে হাসপাতালে পাঠায়।

হানিফকে মারধরের ঘটনায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, ঘটনা শুনে তিনি আহত হানিফকে দেখতে গিয়েছেন। অভিযুক্ত পুলিশ সদস্য হাদিসুর রহমান, গোলাম রাব্বি ও অনিক হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :