অবসরে গেলেন শ্রম সচিব মিকাইল শিপার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৭, ১৮:৪৩

শ্রম সচিব মিকাইল শিপার অবসর নিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দীর্ঘ সাড়ে পাঁচ বছর কাজ করে তিনি আজ মঙ্গলবার অবসরে যান।

শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাঁকে আজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, মিকাইল শিপার ব্যতিক্রমি প্রতিভার অধিকারী ছিলেন। সচিব হিসেবে দীর্ঘ সময় কাজ করলেও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাথে কোনোদিন সামান্যতম মতানৈক্য হয়নি।

তিনি নিজ যোগ্যতায় শ্রমিক ও মালিকদের সাথে সুসম্পর্ক রক্ষা করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তার সময়ে সরকারের সাথে মালিক-শ্রমিকদের সম্পর্কের উন্নয়ন হয়েছে।

বিদায় অনুষ্ঠানে এ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারী এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও পরিদপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মিকাইল শিপার ১৯৮৩ সালে প্রশাসন ক্যাডারে কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

(ঢাকাটাইমস/০১আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :