অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৭:৫০ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৭:৪৪

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় মালালা এই বিষয়টি নিশ্চিত করেন। খবর জিও নিউজের।

জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত মালালা পুরো বিশ্বে নারী শিক্ষা প্রচারে ভূমিকার রাখছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মালালার ভর্তি বিষয়টি নিশ্চিত করে ই-মেইল পাঠিয়েছে। ই-মেইলের স্ক্রিনশটসহ মালালা একটি টুইট করেন।

অক্সফোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘অভিনন্দন! অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি ও অর্থনীতি(এলওভিও) বিষয়ে আপনার স্থান নিশ্চিত করা হলো।’

মালালা লিখেছেন, ‘অক্সফোর্ডে যাওয়ার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। এ লেভেলের সব শিক্ষার্থীদের অভিনন্দন। খুব কঠিন ছিল এ বছরটা। সবার জন্য শুভকামনা।’

২০১২ সালের অক্টোবরে পাকিস্তানের মিঙ্গোরা এলাকায় বাসে করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবান জঙ্গিদের হামলার শিকার হন নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা। এরপর চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। সুস্থ হয়ে এখন সেখানেই পড়াশোনা করছেন তিনি। এরপর তিনি উন্নয়নশীল দেশগুলোয় নারী শিক্ষা প্রকল্পে সহায়তা দিতে গড়ে তোলেন মালালা ফান্ড।

নারী শিক্ষা আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এই তরুণী ২০১৪ সালে সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পান। নারীসহ সব শিশুর শিক্ষার অধিকারের পক্ষে তার সাহসী আন্দোলনের স্বীকৃতি হিসেবে নোবেল কমিটি তাকে ওই পুরস্কার দেয়। এ ছাড়া তার ঝুলিতে বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার যোগ হয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বেড়েছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :