পিরোজপুরে পুলিশের অভিযোগ বক্স স্থাপন

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২২:০০

বরিশাল বিভাগীয় ডিআইজি মো. শফিকুল ইসলামের নির্দেশনায় পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ‘জনসমাগম’ স্থানে পুলিশের তথ্য/অভিযোগ বক্স স্থাপনের উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন।

রবিবার দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সড়কের মোড়ে এর উদ্বোধন করা হয়।

জানা গেছে, জেলা সদরের মসজিদ মোড়, সিও মোড়, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রাথমিকভাবে স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন পৌর এলাকায় এ অভিযোগ বক্স স্থাপন করা হবে।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, জনসাধারণের সেবা সহজতর করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন কার্যক্রম উদ্বোধন পরবর্তী সংবাদিকদের সাথে আলাপকালে জানান, ডিআইজি মহোদয়ের নির্দেশনায় আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। শহরের তিনটি জনগুরুত্বপূর্ণ স্থানে বক্স বসানো হয়েছে। এ অভিযোগ বক্স জেলার অন্যান্য পৌর শহর এলাকায় স্থাপন করা হবে।

তিনি আরো বলেন, কোন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হয়রানির উদ্দেশে অভিযোগ না দেয়ার আহবান জানিয়ে বলেন, অভিযোগ হতে হবে সত্য, বস্তুনিষ্ঠ, সুর্নিদৃষ্ট অভিযোগে অভিযোগকারীর পরিচয়সহ।

তথ্য/অভিযোগ বক্স উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈনুল আহসান, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান, ওসি (তদন্ত) মো. হাসনাইন প্রমুখ।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :